৪ ডিসেম্বর, ২০২২ ২০:৫৯

নিকলীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি:

নিকলীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সাত ইউনিয়নে একযোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মো. রাসেল শেখ এর নির্দেশে জেলার সবকটি উপজেলা ও পৌরসভায় ধারাবাহিকভাবে বিট পুলিশিং সভার অংশ হিসেবে রবিবার বিকালে নিকলীতে এ সভা অনুষ্ঠিত হয়।

নিকলী সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মোস্তাক সরকার। 

এসআই (নি.) মোহাম্মদ সোহেল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন নিকলী  উপজেলা আওয়ামী লীগের সভাপতি কারার সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট আসাদুল হক লিটন, নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ ও নিকলী সদর কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মেম্বার।

নিকলী সদর ইউনিয়নসহ একই সময়ে উপজেলার সাতটি ইউনিয়নে একযোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।

এরমধ্যে কারপাশা ইউনিয়নে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোহাম্মদ নূরে আলম, দামপাড়া ইউনিয়নে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন হোসাইন, জারইতলা ইউনিয়নে ছিলেন অপরাধ শাখার পুলিশ পরিদর্শক মো. ওমর ফারুক আহম্মেদ, গুরুই ইউনিয়নে কিশোরগঞ্জ কোর্টের পরিদর্শক (নি.) মো. আবু বকর সিদ্দিক, সিংপুর ইউনিয়নে রিজার্ভ অফিসের পুলিশ পরিদর্শক (নি.) মুহাম্মদ মোশারফ হোসেন ও ছাতিরচর ইউনিয়নে ছিলেন নিকলী থানার পরিদর্শক (নি.) মো. আক্তারুজ্জামান খাঁন।

মাদকদ্রব্য, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিবাহ, সম্পত্তি সংক্রান্ত অপরাধ দমন ও আত্মহত্যার প্রবণতা রোধকল্পে বিট পুলিশিং সভার আয়োজন করা হয়।

বিট পুলিশিং সভায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর