ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ‘ভাষা অন্দোলনে সরাইল’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল প্রেসক্লাবের উদ্যোগে বুধবার সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। প্রেসক্লাবের সাবেক সভাপতি বদর উদ্দিনের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ সঞ্জীব কুমার দেবনাথ।
বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারী শিক্ষক কল্যাণ ট্রাষ্টের সদস্য সচিব অধ্যক্ষ শাহজাহান আলম সাজু, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু, বাংলাদেশ আইন সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুজ্জামান আনসারী, সরাইল সরকারী কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, অরুয়াইল কলেজের অধ্যক্ষ মোঃ মুখলেছুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ নাজমুল হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সহিদ খালিদ জামিল খান, সরাইল মহিলা কলেজের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মো. মাহফুজ আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ সামছুল আলম, উদীচীর সম্পাদক মো. সুমন পারভেজ।
বিডি প্রতিদিন/এএম