ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ব্যবসায়ীকে ছুরিকাঘাতের মামলায় পৌর কাউন্সিলর ইব্রাহিম মিয়া সুজনকে (৩০) আটক করেছে র্যাব ও পুলিশের যৌথ টিম। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পৌরশহরের রাধানগরের দাস পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। শুক্রবার সকালে পুলিশ তাকে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ আদালতে প্রেরণ করে।
এরআগে বুধবার দুপুরে সড়ক বাজারের ব্যবসায়ী তোফাজ্জল হোসেনকে মারধর ও ছুরিকাঘাতের অভিযোগ এনে পৌর কাউন্সিলরসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করে ওই ব্যবসায়ীর বড় ভাই মো. জামির হোসেন। কাউন্সিলর ইব্রাহিম মিয়া সুজন আখাউড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। আখাউড়া ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় তাকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদেরকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল