বরিশাল-ঢাকা মহসড়কের কাশিপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালক নিহত হয়েছে। শুক্রবার বিকাল ৩টার দিকে বরিশাল নগরীর কাশীপুর চৌমাথা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নগরীর এয়ারপোর্ট থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, একটি বাস ঢাকা থেকে বরিশাল আসছিলো। একই সময় অন্য একটি বাস বরিশাল থেকে নেছারাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল।
বাস দুটি বরিশাল-ঢাকা মহসড়কের কাশিপুর চৌমাথা অতিক্রম কালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চালক আবুল কালামের ঘটনা স্থলে নিহত হয়।
দুর্ঘটনায় উভয় বাসের আরো ৫/৬ জন যাত্রী আহত হয়। তাদের হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এই দুর্ঘটনার কারনে মহসড়কের ওই এলাকায় কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বিঘ্নিত হয়।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        