২৪ ডিসেম্বর, ২০২২ ১২:৫১

ডেঙ্গুতে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ফুলপুর প্রতিনিধি

ডেঙ্গুতে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ডেঙ্গুতে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মো. হুমায়ুন কবির রয়েল নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার ভোর ৪টার দিকে ঢাকা ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রয়েল ময়মনসিংহের ফুলপুর উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চর বাহাদুরপুর গ্রামের মৃত এনামুল হকের ছেলে। তিনি জনতা ব্যাংক, ঢাকা মৌচাক শাখার সিনিয়র অফিসার ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ভাই উপজেলার রামভদ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল কবির জুয়েল।

তিনি জানান, গত কদিন ধরে রয়েল জ্বরে ভুগছিলেন। দুদিন আগে তাকে ঢাকা ইউনাইটেড হসপিটালে নিয়ে ভর্তি করা হয়। আজ সকাল ৭টায় তার লাশ গ্রামের বাড়িতে আনা হলে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। বিকেল সাড়ে ৪টায় নিজ বাড়িতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। 

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর