২৪ ডিসেম্বর, ২০২২ ২০:২৫

নাটোরে মিছিল শেষে ফেরার পথে জামায়াতের আট নেতাকর্মী আটক

নাটোর প্রতিনিধি

নাটোরে মিছিল শেষে ফেরার পথে জামায়াতের আট নেতাকর্মী আটক

প্রতীকী ছবি

নাটোরের চকরামপুর এলাকায় মিছিল শেষে ফেরার পথে হেলিপ্যাড মাঠের সামনে থেকে জামায়াতের আট নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এর আগে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের নাটোর জেলা আমীর ড. অধ্যাপক মীর নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক সাদেকুর রহমান।

আটককৃতরা হলো- নলডাঙ্গা থানার সোনাপাতিল গ্রামের মৃত শফির উদ্দীনের ছেলে মো. আশরাফুল ইসলাম (৪৫), একই এলাকার মৃত তছির উদ্দীনের ছেলে মো. মামুনুর রশিদ মোল্লা (৫০), বাঁশিলা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মাওলানা আবু নওশাদ (৪০), মো. আরিফুল ইসলামের ছেলে মো. ফজলুল হক নান্নু (৩৫), মো. জেকের আলীর ছেলে মো. নিজাম উদ্দিন (৩৫), মৃত কলিমুদ্দিনের ছেলে মো. নাসির উদ্দিন (৫২), মৃত আক্কাস আলীর ছেলে মো. নাসির উদ্দিন (৩৭) ও বেলাল হোসেন (৩৫)।

নাটোর থানার অফিসার ইনচার্জ মো. নাছিম আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, জামায়াতের নেতাকর্মীরা সংঘবদ্ধ হয়ে নাশকতা করতে পারে এই আশঙ্কায় তাদের আটক করা হয়েছে। 

বিডিপ্রতিদিন/কবিরুল

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর