গাজীপুরের কালিয়াকৈরে বোয়ালী ইউনিয়নের গাছবাড়ী এলাকায় সোমবার সকালে বিএনপির নেতা আলী আজমের মায়ের কবর জিয়ারত করেন গণঅধিকার পরিষদের প্রতিনিধি দল। উপজেলা বিএনপি নেতা ও বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলি আজম খানের মায়ের জানাজায় কারাবন্দী আলী আজম খানকে হাতকড়া ও ডান্ডাব্যারি পরিহিত অবস্থায় জানাযা সম্পন্ন করেন। যা অমানবিক নিষ্ঠুর ঘটনার তীব্র নিন্দা প্রতিবাদ করেছেন গণ অধিকার প্রতিনিধি দলের নেতারা। এরপর শোকাবহ পরিবারের সাথে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে মরহুমার আত্মার মাগফেরাত কামনা ও শোকাসহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পরবর্তী সময়ে মরহুমার কবর জিয়ারত ও দোয়া করা হয়।
এইসময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক ও গাজীপুর জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক পাঠান আজহার, গাজীপুর জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব হাজী মোবারক হোসেন সরকার, গাজীপুর জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহবায়ক মান্নান দেওয়ান, জেলা যুব অধিকার পরিষদের আহবায়ক মারুফ রানা, কালিয়াকৈর উপজেলা গণঅধিকার পরিষদে সদস্য সচিব সজিব সরকার, কালিয়াকৈর উপজেলা যুব অধিকার পরিষদের আহবায়ক সাহেদ মেহরাজ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ