গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসন কতৃক আয়োজনে সোমবার দুপুরে স্থানীয় উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে প্রদর্শনীতে ছয়টি স্টল অংশগ্রহন করে। স্টল গুলো হলো উপজেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা প্রাণিসম্পদ অফিস ও উপজেলা যুব উন্নয়ন অফিস, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, (বিসিএসআইআর),সুষম খাদ্য স্পিরুলিনা, (আইএফএসটি) (বিসিএসআইআর) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
এই প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী অফিসার তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলার প্রকৌশলী অফিসার বিপ্লব পাল। উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা কৃষি অফিসার সাইফুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার, কালিয়াকৈর প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব রানা। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল -কলেজের শিক্ষার্থীবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ