২৭ ডিসেম্বর, ২০২২ ১৫:৫২

নাটোরের সিংড়ায় নছিমন চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় নছিমন চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রতীকী ছবি

নাটোরের সিংড়ায় নছিমন চাপায় জয়নাল (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নাটোর জেলার সিংড়া উপজেলার ৩নং ইটালি ইউনিয়নের রানীপুকুর বাজার নামক স্থানে মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার কদম শহর গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা নামক স্থানে সিংড়ামুখী মোটরসাইকেলের সঙ্গে নছিমনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশটি পুলিশের হেফাজতে আছে, নিহতের পরিবারকে জানানো হয়েছে।

বিডিপ্রতিদিন/কবিরুল

 

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর