বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে ১০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১২। মঙ্গলবার ভোর ৪টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শাজাহানপুর উপজেলার সাজাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার মৃত দুলু মিয়ার ছেলে মনির হোসেন (৩৮) ও দেবীদ্বার উপজেলার মৃত আকমত আলীর ছেলে দেলোয়ার হোসেন (৬০)।
র্যাব-১২ বগুড়া প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বগুড়া-ঢাকা মহাসড়কের সাজাপুরে চেকপোস্ট বসিয়ে অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে আসা ঠাকুগাঁওগামী পরিবহনে মনির ও আকমতকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়।বগুড়া র্যাব-১২ কোম্পানি কমান্ডার (স্কোয়াড্রন লীডার) তৌহিদুল মবিন খান জানান, গ্রেফতার দু'জনের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তাদের শাজাহানপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এএম