সাতক্ষীরা পৌরসভার সরকারি কলেজ রোডসহ সকল জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার বেলা ১১টায় শহরের পোস্ট অফিস মোড়ে অনুষ্ঠিত হয় মানববন্ধন। দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহীর সভাপতিত্ব বক্তব্য রাখেন, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, নাগরিক আন্দোলন মঞ্চের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম প্রমুখ।
বক্তারা বলেন, পৌর এলাকার অধিকাংশ সড়ক জরাজীর্ণ। বিশেষ করে সাতক্ষীরা পৌরসভার সরকারি কলেজ রোড সড়কটি দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় রয়েছে। অথচ এই সড়ক দিয়ে সাতক্ষীরার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সাতক্ষীরা সরকারি কলেজে যেতে হয়। প্রতিদিন শত শত শিক্ষার্থী কলেজে যাতায়াত করে থাকেন। তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। পৌর মেয়র বার বার প্রতিশ্রুতি দিলেও রাস্তাটি সংস্কারে তার কোন মাথা ব্যথা নেই। পৌর এলাকায় সুপেয় পানির তীব্র সংকট। মেয়র-কাউন্সিলরা ভাগ বাটোয়ারা নিয়ে ব্যস্ত থাকেন যে পৌরবাসীর উন্নয়নে কোন ভূমিকা রাখতে তাদের সময় নেই। বক্তারা অবিলম্বে সাতক্ষীরা পৌরসভার সরকারি কলেজ রোডসহ সকল জরাজীর্ণ সড়ক সংস্কারের দাবি জানান।
বিডি প্রতিদিন/এএ