৪ জানুয়ারি, ২০২৩ ১৪:০৪

টেকনাফে র‌্যাবের অভিযানে বিদেশি মদসহ আটক ৪

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে র‌্যাবের অভিযানে বিদেশি মদসহ আটক ৪

র‌্যাবের হাতে আটক চার ব্যক্তি

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং এলাকায় অভিযান চালিয়ে বিদেশি ৩৪৮ বোতল মদসহ চারজনকে আটক করেছে র‌্যাব। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, র‌্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের খাড়াংগা ঘোনার নজির আহম্মদের বাড়িতে অভিযান চালায়। ওই অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আটককৃত ব্যক্তিদের দেহ, বসতঘর ও আশপাশ এলাকা তল্লাশি করে বসত বাড়ির শয়ন কক্ষে প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩৪৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আটককৃতরা হলো- হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ড বালুখালী মৃত খুইল্যা মিয়ার ছেলে নজির আহম্মদ (৫২), একই এলাকার নজির আহম্মদের ছেলে আরাফাত হোসেন (১৯), ব্লক-ই, ক্যাম্প- নয়াপাড়া মোহছনী ক্যাম্পের এমআরসি নম্বর-০৮০২৬ এর বাসিন্দা সুলতান হোসাইনের ছেলে মোহাম্মদ হোসাইন (২১), এমআরসি নম্বর-২৬০৯৫-বি এর বাসিন্দা আবু সামা এর ছেলে সৈয়দ হোসেন (৩৪)।

পুলিশ সুপার জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। 

বিডিপ্রতিদিন/কবিরুল  

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর