কয়েক দিন ধরে শেরপুরে ঝেঁকে বসেছে শীত। তিন দিন ধরে সূর্যের দেখা নেই। সরকারি, বেসরকারি ও ব্যক্তি পর্যায় থেকে শীতার্ত মানুষের মধ্যে চলছে কম্বল বিতরণ। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত উদয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুল হক মনিরের ব্যক্তিগত উদ্যোগে চরাঞ্চলের শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
গত পাঁচ দিন ধরে অন্তত আট হাজার দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আগামি তিন দিনে আরও পাঁচ হাজার মানুষকে কম্বল দেওয়া হবে বলে সূত্র জানায়। মানুষকে আজ সকালে চরশেরপুর দড়ি পাড়া, কামারের চর, ঘিনাপাড়া এলাকায় জুড়ে কম্বল বিতরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ