ফরিদপুরের চরভদ্রাসনে মতবিনিময় সভা করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার পিএএ। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে উপজেলা পরিষদ চত্তরে এ সভা অনুষ্ঠিত হয়।
এর পূর্বে তিনি একটি প্রাথমিক বিদ্যালয়, চরভদ্রাসন থানা, সদর ইউনিয়ন পরিষদ, মাথাভাঙ্গা আশ্রায়ন প্রকল্প, গোপালপুর ফেরীঘাট, চরভদ্রাসন মডেল মসজিদ ও সহকারী কমিশনার(ভূমি) এর কার্যালয় পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মর্তা তানজিলা কবির ত্রপার সভাপতিত্বে ও সহকারী কমিশনার(ভূমি) মো: খাইরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বলেন মুক্তিযুদ্ধ ও তার চেতনাকে বাচিঁয়ে রাখতে হলে যার যার অবস্থান থেকে সঠিক ভাবে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া কর্মকর্তাদের প্রতি অনুরোধ করেন সম্ভব হলে মুক্তিযোদ্ধাদের প্রাপ্য সেবা বাড়ীতে পৌছে দেবার । জাতির পিতার প্রতি শ্রদ্ধা রেখে তিনি বলেন, আমাদের একজন বঙ্গবন্ধু ছিল বলেই আমরা এমন একটি স্বাধীন দেশ পেয়েছি। চরভদ্রাসনকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহবান করেন।
এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কাউছার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্যা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম,চার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সকল কর্মকর্তা-কর্মচারী,শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় জনসাধারন।
বিডি প্রতিদিন/এএম