নারায়ণগঞ্জ আড়াইহাজারের বিশনন্দী ফেরীঘাট এলাকা থেকে প্রায় ৩৬.৯ কেজি গাঁজাসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি টিম। গত ৪ জানুয়ারি চেকপোষ্ট একটি পিকআপ ভ্যানে তল্লাশি করে এ মাদক উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা জেলার হোমনা থানার লটিয়া এলাকার মোঃ হাছন মিয়ার পুত্র মোঃ লিটন আহম্মেদ (২৬), শ্রীমদ্দী এলাকার মোঃ আব্দুর রহিমের পুত্র মোঃ বাশার (২৪), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চাউরাখলা এলাকার মোঃ সাচ্চু মিয়ার পুত্র মোঃ রাকিব হোসেন (২০)।
এ বিষয়ে বৃহস্পতিবার বিকালে র্যাব-১১ এর মিডিয়া অফিসার ও সহকারি পরিচালক এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামি মোঃ লিটন আহম্মেদ (২৬), মোঃ বাশার (২৪) এবং মোঃ রাকিব হোসেন (২০) পেশাদার মাদক ব্যবসায়ী। তারা গৃহস্থলী মালামাল পরিবহণের আড়ালে পিকআপের চালক, হেলপার এবং গৃহস্থালি মালামালের মালিকের ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন সময়ে অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে বিক্রয় ও সরবরাহ করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম