উত্তরের সীমান্ত জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শুরু হয়েছে দুই দিনব্যাপী কাঞ্চনজঙ্ঘা পালাটিয়া উৎসব। শনিবার সকালে শোভাযাত্রা, বজ্রপ্রাণ মেডিটেশন এবং প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে এই উৎসব শুরু হয়। মহানন্দা নদীর তীরে মহানন্দা পার্কে এই উৎসব আয়োজন করছে পঞ্চগড়ের নাট্যদল ভূমিজ।
সকালে উৎসব স্থল থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। তেঁতুলিয়া ডাক বাংলোতে শোভাযাত্রাটি শেষ হয়। এরপর মুক্তিযুদ্ধ জাদুঘর চত্বরে বজ্রপ্রাণ মেডিটেশন অনুষ্ঠিত হয়। বজ্রপ্রাণ মেডিটেশন পরিচালনা করেন বিশ্বখ্যাত সুপার হিউম্যান সিদ্ধাচার্য ইউরি বজ্রমুণি।
উৎসবে আজ সন্ধ্যায় মঞ্চস্থ হবে ভূমিজের নাটক ‘পাখিদের বৈঠক।’ নাটকটি রচনা ও নির্মাণ করেছেন সরকার হয়দার। আগামী কাল ৮ জানুয়ারি রচনা, চিত্রাঙ্কন, ফটোগ্রাফি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। রাতে মঞ্চস্থ হবে স্থানীয় লোকনাট্য পালাটিয়া ‘সত্যপীর’।
বিডি প্রতিদিন/এমআই