৭ জানুয়ারি, ২০২৩ ১৮:২৪

সরকার পদত্যাগের আন্দোলনে বিএনপি ফ্লপ, জনগণ সাড়া দেয়নি : মেনন

অনলাইন ডেস্ক

সরকার পদত্যাগের আন্দোলনে বিএনপি ফ্লপ, জনগণ সাড়া দেয়নি : মেনন

ফাইল ছবি

সরকার পদত্যাগের আন্দোলনে বিএনপি ফ্লপ, জনগণ সাড়া দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন। তিনি বলেন, ‘নির্বাচনী বছরে তত্ত্বাবধায়ক ইস্যু নিয়ে রাজনৈতিক চ্যালেঞ্জ থাকলেও বিরোধী দল বিএনপির সরকার পদত্যাগের আন্দোলন ফ্লপ করেছে। তাদের আন্দোলনে জনগণ সাড়া দেয়নি।

শনিবার দুপুরে সৈয়দপুর ডাকবাংলো প্রাঙ্গণে ওয়ার্কার্স পার্টির রংপুর বিভাগীয় কর্মী সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান মেনন এ কথা বলেন। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন সাংবিধানিক নিয়মেই অনুষ্ঠিত হবে জানিয়ে মেনন আরও বলেন, দেশের জনগণ মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে একাট্টা হয়ে আছে। জনগণ স্বাধীনতা বিরোধীদের কথায় বিভ্রান্ত হবে না।  

তিনি বিএনপির উদ্দেশে বলেন, যারা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন তারাই আগে নিজেদের দুর্নীতি-অপকর্ম মেরামত করুক। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, দলের কেন্দ্রীয় নেতা আব্দুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য রুহুল আলম মাস্টার, অধ্যক্ষ ইয়াছিন আলীসহ আরও অনেকে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর