নোয়াখালীতে শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমসের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের আয়োজনে ও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ পিন্টুসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা।
সমাপনী পর্বে সদর উপজেলা বনাম সেনবাগ উপজেলা দলের মধ্যে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা ২ গোলে সেনবাগ উপজেলাকে পরাজিত করে। নয়টি উপজেলা থেকে যুব গেমসে অংশ নেয়া প্রতিযোগীরা ২৪টি ইভেন্টের মধ্যে ভলিবল, অ্যাথলেটিকস, কারাতে, বক্সিং, কুস্তিসহ মোট আটটি ইভেন্টে অংশগ্রহণ করে। জেলা পর্যায়ের বিজয়ী খেলোয়াড়রা বিভাগীয় পর্যায়ে গিয়ে প্রতিযোগিতায় অংশ নেবে।
বিডি প্রতিদিন/এমআই