বগুড়ার শেরপুরে কিশোরীদের উত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত দশজন আহত হয়েছে। এরমধ্যে গুরুতর তিনজন স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন- আশিক (১৮), সিয়াম (১৭) ও ফেরদৌস আলম (২০)।
এই ঘটনায় শনিবার দুপুরে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। এরআগে শুক্রবার বেলা তিনটার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের সাধুবাড়ী দক্ষিণপাড়া ও ফুলতলা গ্রামবাসীর মধ্যে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, একই ইউনিয়নের চকমুকন্দ গ্রামের ফাঁকা মাঠে বিগত বিশ থেকে পঁচিশ দিন আগে থেকে প্রতিদিন বিকেলে ফুটবলসহ খেলাধুলা করে আসছিল ওই দুই গ্রামের কিশোর-যুবকরা। এক পর্যায়ে ফুলতলা গ্রামের সোহান, বেল্লাল, আব্দুল মমিন ও আব্দুল্লাহ নামের চার যুবক সাধুবাড়ী দক্ষিণপাড়া গ্রামের দুই কিশোরীকে উত্যক্ত করেন। বিষয়টি জানাজানি হওয়ার পর তাদের স্বজনরা ওই যুবকদের ডেকে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শক্রতার সৃষ্টি হয়। পরবর্তীতে ওই ঘটনার জেরে শুক্রবার দুপুরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রে সর্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
মামলার বাদী জুয়েল আকন্দ জানান, পূর্ব পরিকল্পনা অনুযায়ী ওইসব বখাটের দল দেশীয় অস্ত্রসস্ত্রে সর্জ্জিত হয়ে তাদের ওপর হামলা চালায়। সেইসঙ্গে বেধড়ক পিটিয়ে তাদের পক্ষের তিনজনকে রক্তাক্ত করেছে। বেল্লাল ও আব্দুল্লাহ কিশোর গ্যাংয়ের নেতা হওয়ায় তাদের অত্যাচার-নির্যাতনের প্রতিবাদ করার কেউ সাহস পায় না। বলতে গেলে তাদের কাছে আমরা জিম্মি হয়ে পড়েছি। তাই আমার মেয়ে ও ভাতিজিকে উত্যক্তের প্রতিবাদ করায় এই হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
এদিকে অভিযুক্ত বেল্লাল ও আব্দুল্লাহর বক্তব্য জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি।
শেরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান অভিযোগটি তদন্তাধীন রয়েছে। তদন্তে যারা দোষী প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল
 
                         
                                    -14-01-2023.jpg) 
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        