ফরিদপুরে হঠাৎ জেঁকে বসেছে শীত। দিনে সূর্যের আলোয় শীত কিছুটা কম অনুভূত হলেও রাতে হাড় কাঁপানো হিম করা শীত জেঁকে বসে। আর এ সময় ছিন্নমূল ও অসহায় মানুষদের ভোগান্তি চরমে ওঠে।
আর সেসব কথা মাথায় রেখে তীব্র শীতে রাতের আঁধারে পথে-ঘাটে, খোলা আকাশের নীচে ঘুমিয়ে থাকা অসহায় ও ছিন্নমূলদের পাশে দাঁড়িয়েছেন ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান।
শনিবার দিনগত গভীর রাতে কম্বল নিয়ে ছিন্নমূলদের দ্বারে দ্বারে যান এ পুলিশ সুপার। এসময় তার সঙ্গী হিসেবে ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার, কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিলসহ পুলিশের একটি টিম।
গভীর রাতে জেলা শহরের শ্রীঅঙ্গন, কিষাণের হাট, বাসস্ট্যান্ড এলাকাসহ বিভিন্ন এলাকার ৩০০ জন শীতার্ত ছিন্নমূলদের গায়ে নিজ হাতে জড়িয়ে দেন শীতবস্ত্র কম্বল।
বিডি প্রতিদিন/এএ