চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কায় জেলে নৌকার চার জেলে নিখোঁজ হয়েছে। সোমবার ভোরে যাত্রীবাহী এমভি কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কায় নিখোঁজ হওয়া জেলেদের মধ্যে একজনকে জীবন্ত ও একজনের মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।
সোমবার দুপুরে সদর উপজেলার হরিনা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজান সঙ্গীয় ফোর্স নিয়ে নদী থেকে মৃত আব্দুল জলিলকে (১৫) উদ্ধার করে। নিহতের বাড়ি সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে। এদের মধ্যে মোহাম্মদ সবুজ ও কবিরসহ দুজন জেলে এখনো নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে নৌপুলিশ।
নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিজান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা এমপি কর্ণফুলী-৩ লঞ্চ ঘন কুয়াশার কারণে নদীতে থাকা জেলে নৌকাকে ধাক্কায দেয়। এতে চারজন জেলে নিখোঁজ হলেও একজন জীবিত ও একজনকে মৃত উদ্ধার করা হয়েছে। বাকি দুই জেলেকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। নিহত জেলে আব্দুল জলিলের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/এমআই