টাঙ্গাইলের সখীপুরে অপরাধ দমনে শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন উপ-পরিদর্শক (এসআই) মো. মনিরুজ্জামান (নিরস্ত্র)। এ নিয়ে তিনি ১১ বার অপরাধ দমনে শ্রেষ্ঠ নির্বাচিত হলেন। সোমবার দুপুরে টাঙ্গাইল পুলিশ সুপারের মাসিক ক্রাইম কনফারেন্সে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।
পুলিশ সূত্রে জানা যায়, অপরাধ দমনে গত ডিসেম্বর মাসের এক সমীক্ষায় টাঙ্গাইল জেলায় ১১ বারের মতো শ্রেষ্ঠ উপ-পরিদর্শক হিসেবে মো. মনিরুজ্জামান নির্বাচিত হয়েছে। এ উপলক্ষে তাকে ক্রেস্ট ও নগদ অর্থ দিয়ে পুরস্কৃত করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন, সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
এসআই মো. মনিরুজ্জামান বলেন, ওসি স্যারের সার্বিক সহযোগিতায় আমি আমার দায়িত্ব পালন করেছি। মূল্যায়নের পরিপ্রেক্ষিতে সখীপুর থানা থেকে আমি ১১ বার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হয়েছি। এতে আমি খুবই আনন্দিত।
বিডি প্রতিদিন/এমআই