কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে ২৫ যাত্রী ও মালামাল বোঝাই একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে নালো বেগম (৪৫) নামের এক নারী নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।
সোমবার দুপুরের দিকে নৌকাডুবির এ ঘটনায় নিখোঁজ হওয়া ওই নারীকে উদ্ধারের চেষ্টা করা হয়। তবে বিকেল পর্যন্ত তাকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা উদ্ধার করতে পারেননি। স্থানীয়রা জানান, দুধকুমার নদের মুড়িয়া ঘাটে একটি নৌকায় অন্তত ২৫ যাত্রীসহ অর্ধশত মন ধান ও পাট, ঘোড়াসহ ২ টি ঘোড়ার গাড়ি ও কয়েকটি বাইসাইকেল এবং অন্যান্য মালামালসহ নৌকাটি যাচ্ছিল। ধারণ ক্ষমতার বেশি যাত্রী ও মালামাল বহণ করায় নৌকাটি কিছুদুর গিয়ে ডুবে যায়। এসময় অধিকাংশ যাত্রী নদী থেকে সাঁতরে পার হলেও নালো বেগম (৪৫) নামের ওই নারী নিখোঁজ হন। নিখোঁজ নারী ওই ইউনিয়নের তেলিয়ানির কুটি এলাকার প্রতিবন্ধী নুর মোহাম্মদের স্ত্রী। এ খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সাথে নিয়ে উদ্ধারের চেষ্টা করলেও শেষ পর্যন্ত উদ্ধার করতে পারেননি।পরে বিকেলে রংপুর থেকে ডুবুরি দল এসে অনেক খুঁজেও তাকে উদ্ধার করতে ব্যর্থ হন।
এ ব্যাপারে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জাহান ঘটনার সত্যত্যা স্বীকার করেন।
বিডি প্রতিদিন/এএম