ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ডুয়েটের তথ্য অধিকার বাস্তবায়নের জন্য গঠিত তথ্য প্রদান ইউনিট ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণটি উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য অধিকার বাস্তবায়নের জন্য গঠিত তথ্য প্রদান ইউনিটের আহবায়ক ও পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী। বিশ্ববিদ্যালয়ের অ্যানুয়াল পারফরম্যান্স এগ্রিমেন্ট (এপিএ) টিমের টিম লিডার ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রাজু আহমেদের সভাপতিত্বে টেকনিক্যাল সেশনে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি সম্পর্ক বিভাগের সাবেক অতিরিক্ত সচিব ড. গৌরাঙ্গ মোহান্ত।
আইকিউএসি সেলের সেকশন অফিসার তাপস রন্জন সরকারের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের এপিএ টিমের সদস্যবৃন্দ ও টিম সংশ্লিষ্ট সকল কমিটির ফোকাল পয়েন্টগণ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব), বিভিন্ন অনুষদ, বিভাগ, অফিসের কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/এএ