জয়পুরহাটে একটি ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে জয়পুরহাট সদর উপজেলার রঘুনাথপুর এলাকার মেসার্স হারুন এন্ড ব্রাদার্স ব্রিকস নামের এক ইট ভাটায় অভিযান চালিয়ে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন।
তিনি জানান, ইট প্রস্তুত ও ভাটা নিয়ন্ত্রণ আইন বিভিন্ন ধারায় ওই ইটভাটার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযান শেষে আদালতের নির্দেশনা ও পরিবেশ অধিদপ্তরের আইন অনুযায়ী জয়পুরহাটে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন।
বিডি প্রতিদিন/এএম