বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয় গুলোর অবকাঠামো নির্মাণে ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে সরকার।
আজ শুক্রবার সকালে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের চন্দ্র মল্লিকা উচ্চ বিদ্যালয়ের চারতলা ভীত বিশিষ্ট ১ তলা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ৮০ লাখ টাকা ব্যয়ে এই ভবনটি নির্মাণ করা হচ্ছে।
এ সময় অন্যান্যের মাঝে হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মুুশফিক হুসেন চৌধুরী, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, ইউএনও সিদ্ধার্থ ভৌমিক এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ