নেত্রকোনায় হারিয়ে যাওয়া সংস্কৃতিকে তুলে আনতে লোকসংগীত উৎসব শুরু হয়েছে। শুক্রবার রাতে উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে দুই দিনব্যাপী লোকসংগীত উৎসব উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু।
লোকসংগীত উৎসবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অসীত সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, ময়মনসিংহ উদীচীর বিভাগীয় কমিটির আহ্বায়ক সারওয়ার কামাল রবীন। এতে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান খান।
পরে ঐহিত্যবাহী লাঠিনৃত্য, লোকনৃত্য, গীতিনৃত্য, বিশেষ করে হাওরাঞ্চলের ধামাইল নৃত্যসহ পুতুলনৃত্য পরিবেশিত হয়। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত শীত উপেক্ষা করে মানুষ অনুষ্ঠান উপভোগ করে। রাত গভীর হলে শুরু হয় স্থানীয় বাউল শিল্পীদের বাউল গান। আর দীর্ঘদিন পরে হারিয়ে যাওয়া গ্রামীণ নাচ-গান পেয়ে মুগ্ধ শহরবাসী। এমন উৎসব হলে অপসংস্কৃতি দূর হয়ে সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় জাতি উপকৃত হবে বলে অনেকে মনে করেন।
বিডি প্রতিদিন/এমআই