২১ জানুয়ারি, ২০২৩ ১৮:০৪

পাংশায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রাজবাড়ী প্রতিনিধিঃ

পাংশায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

রাজবাড়ীর পাংশায় দুই হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে পাংশা সরকারি কলেজ মাঠে বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার দারিদ্র শ্রমিকদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ শেষে শ্রমিকদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি আদিল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর হোসনে আরা খাতুন। সংগঠনটির কেন্দ্রীয় নেতা মিলনের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক লিঙ্কন, যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল আলম (ঝন্টু),সহ-সাংগঠনিক সম্পাদক সমুন, সহ-প্রচার সম্পাদক সাইফুল আমিন প্রমুখ।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর