২১ জানুয়ারি, ২০২৩ ১৮:৫৮

কলাপাড়ায় গাঁজাসহ আটক ১

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কলাপাড়ায় গাঁজাসহ আটক ১

পটুয়াখালীর কলাপাড়ায় রান্নাঘরের মাটি খুড়ে ড্রাম ভর্তি ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ ৩১ হাজার ৯শ টাকাসহ গাঁজা বিক্রেতা শানু গাজীকে (৪৮) গ্রেফতার করা হয়। মহিপুর থানা পুলিশ শুক্রবার রাত দশটার দিকে আলীপুর বাজার সংলগ্ন থ্রি-পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শানু গাজী ওই গ্রামের ইউসুফ গাজীর ছেলে।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবয়ীকে  আদালতে সোপর্দ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রনে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর