নেত্রকোনায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নেত্রকোনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারের আয়োজন করেছে জেলা প্রশাসন ও কর্মসংস্থান এবং জনশক্তি অফিস। এতে মূল প্রবন্ধ পাঠ করেন জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সহকারি পরিচালক লিটন কান্তি চৌধুরী।
এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকারের উপ পরিচালক জিয়া আহমেদ সুমন, পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহনান মানিক, কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, টিটিসির অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার, সাংবাদিক শ্যামলেন্দু পাল, সাংবাদিক আলপনা বেগম, ব্যাকের সমন্বয়কারী প্রবাল সাহা, পল্লব চক্রবর্তী ও পূর্বধলা উপজেলায় ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. আল আমিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন