বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সাবেক সদস্য, ভাষা সৈনিক এস এম নুরুন্নবী স্মৃতি পরিষদের উদ্যোগে ফরিদপুরে অসহায দরিদ্রদের মাঝে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন হলরুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব কম্বল বিতরন করা হয়।
সংগঠনের সভাপতি আনোয়ারা নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিত্র রঞ্জন ঘোষ, অধ্যক্ষ মোশারর্ফ আলী, ডা. আ.স.ম জাহাঙ্গীর চৌধুরী টিটু, সাহেব সারোয়ার, সমির বোস,সফিউদ্দিন আহমেদ, আইভি মাসুদ, রুবিয়া মিল্লাত, আমিনুল ইসলাম রিপন, বিলকিস বেগম, ফরিদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তমিজউদ্দিন তাজ, নির্মলেন্দু চক্রবর্তী শংকর, বর্তমান সাধারণ সম্পাদক কামরুজ্জামান সোহেল। অনুষ্ঠানে আড়াই শতাধিক দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এস এম নুরুন্নবী স্মৃতি পরিষদের সাধারন সম্পাদক আলতাফ মাহমুদ।
বিডি প্রতিদিন/এএ