কিশোরগঞ্জের করিমগঞ্জে সড়ক দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছে। বুধবার সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের করিমগঞ্জ উপজেলার জগৎ সাহা বাড়ির সামনে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে অটোরিকশার চালকসহ ছয়জন আহত হন। তাদেরকে পার্শ্ববর্তী প্রসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।
করিমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/কালাম