২৮ জানুয়ারি, ২০২৩ ১৭:১৭

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতীকী ছবি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার মশুরায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে নাছির ঢালী ৫০ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন। শুক্রবার সন্ধ্যায় শরীয়তপুর-নড়িয়া সরকে এ দুর্ঘটনাটি ঘটে। 

নড়িয়া থানা পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সন্ধ্যায় অটোরিকশায় করে নাছির ঢালী বসায় যাচ্ছিলেন। অটোরিকশাটি পেদা মার্কেট এলাকায় পৌচ্ছালে পেছন দিক থেকে একটি মোটর সাইকেল রিকশা টিকে ধাক্কা দিলে রিকশাটি উল্টে যায়। গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়পুর সদর হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে  উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক।  ঢাকা নেওয়ার পথে শুক্রবার রাতে নাছির ঢালী মারা যায়। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহত নাছির ঢালী নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নের মান্ডা গ্রামের বাসিন্দা। দীর্ঘ দিন যাবত মশুরা এলাকার একটি ভাড়া বাসায় পরিবার পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলো। 

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  হাফিজুর রহমান বলেন, সরক দুর্ঘটনায় এক জন নিহত হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর