নির্বাচন কমিশনার আনিসুর রহমান বলেছেন, আমরা কমিশন প্রথম থেকেই আহ্বান জানিয়ে আসছি সকলকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। আশাবাদী সকলে নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে অংশগ্রহণ করা সকল দলের দায়িত্ব কর্তব্য। তারাই মাঠের প্লেয়ার। তারা মাঠে না থাকলে নির্বাচন ভালো হবে না।
রবিবার দুপুরে চাঁদপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম এম সফিউল্লা'র বাসভবন প্রাঙ্গণে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে সাংবাদিকদের তিনি একথা বলেন।
ইভিএম প্রসঙ্গে বলেন, ইতিমধ্যে আপনারা জেনেছেন সর্বোচ্চ ১৫০ টি আসনে ইভিএম'এ নির্বাচন হওয়ার সিদ্ধান্ত ছিল, তবে বলা হয়েছে প্রাপ্যতা সাপেক্ষে। 
 
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান এর সহধর্মিনী সালমা রুপালী, জেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান এড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        