কক্সবাজারের উখিয়ায় যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসার গ্রুপ কমান্ডারসহ সক্রিয় পাঁচ সদস্য গ্রেফতার করা হয়েছে। কক্সবাজার র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে র্যাব-১৫, এপিবিএন-৮ ও ১৪ ও কক্সবাজার জেলা পুলিশের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে কক্সবাজার জেলার উখিয়া থানাধীন বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘আরসা’র সন্ত্রাসী সদস্য বিভিন্ন হত্যা ও পুলিশ লাঞ্ছিত মামলার এজাহারভুক্ত পলাতক আসামী ১৮ নম্বর ক্যাম্পের ব্লক-এল/৩,-১৮ এর মৃত সোনা আলীর ছেলে ডাঃ রফিক (৫৪) (এফডিএমএন), একই ক্যাম্পের ব্লক-এল/১১ এর অছির রহমানের ছেলে মোহাম্মদ রফিক (২০) (এফডিএমএন), ১২ নম্বর ক্যাম্পের ব্লক-এইচ/৭ এর মোঃ ইসলামের ছেলে মোহাম্মদ রফিক (২১) (এফডিএমএন), একই ক্যাম্পের ব্লক-এইচ/১৩ এর রবিউল্লাহর ছেলে নুরুল আমিন (৩৪)(এফডিএমএন), ৫ নম্বর ক্যাম্পের ব্লক-ডি/৯ এর মৃত আবুল বাসেদের ছেলে খায়রুল আমিন (৩২)(এফডি এমএন) কে গ্রেফতার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত আসামীগনদের পূর্বের মামলা মোতাবেক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।বিডি প্রতিদিন/এএ