- হোম
- দেশগ্রাম
- রায়পুরে অ্যাম্বুলেন্স সেবা ‘স্বপ্নযাত্রা’ উদ্বোধন...
অনলাইন ভার্সন
রায়পুরে অ্যাম্বুলেন্স সেবা ‘স্বপ্নযাত্রা’ উদ্বোধন
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ‘স্বপ্নযাত্রা’ নামে অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে জেলা প্রশাসন। প্রয়োজনীয় মুহূর্তে স্বল্প খরচে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যক্তিগত উদ্যেগে এ সেবা চালু করা হয়েছে।
প্রধানমন্ত্রীর স্বপ্ন ‘আমার গ্রাম, আমার শহর’ বাস্তবায়নের লক্ষ্যে ইউনিয়নপর্যায়ে নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে এ উদ্যেগ গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে সোনাপুর ও চরপাতা ইউনিয়ন পরিষদে ১৫তম ‘স্বপ্নযাত্রা’ অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন। এ সময় আরও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা প্রশাসক (ডিসি) মো. আনোয়ার হোছাইন আকন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নূর-এ-আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা অনজন দাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশিদ, রায়পুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট প্রমুখ।
স্বপ্নযাত্রা নামে কার্যক্রমের মূল কারিগর লক্ষ্মীপুর জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, গ্রামের মানুষ শহরে গিয়ে সেবাগ্রহণ এবং মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। স্বল্প খরচে অ্যাপভিত্তিক এ অ্যাম্বুলেন্স সেবায় উপকৃত হচ্ছেন নিম্ন আয়ের মানুষেরা। অটোরিক্সা বা ইজিবাইকের বদলে অ্যাম্বুলেন্সে দ্রুত ও নিরাপদে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে পারছেন গ্রামাঞ্চলের মানুষ।
বিডিপ্রতিদিন/কবিরুল