৩১ জানুয়ারি, ২০২৩ ১৫:২৬

খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-আলোচনা সভা

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি-আলোচনা সভা

খাগড়াছড়িতে শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নই আমাদের অঙ্গীকার’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে জেলা অফিসের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড অফিসের সামনে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে খাগড়াছড়ি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড অফিসের সামনে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা শাখার মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সভাপতি নরোত্তম দাস বৈষ্ণবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগের জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা। বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা কমান্ডার রইস উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ডার আব্দুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. জাবেদসহ প্রমুখ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর