৩১ জানুয়ারি, ২০২৩ ২২:০২

বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনের মায়ের জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি:

বাল্যবিবাহ দেওয়ার অপরাধে কনের মায়ের জরিমানা

ঝালকাঠির রাজাপুরে ১৬ বছরের এক কিশোরীকে বাল্য বিয়ে দেওয়ার অপরাধে তার (কনের) মা মারুফা বেগমকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মারুফা পুটিয়াখালি এলাকার হাওলাদার বাড়ীর আনোয়ারের স্ত্রী। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে তাঁকে জরিমানা করেন।

জানা জায়, উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালি এলাকার মোঃ আনোয়ার এর কিশোরী মেয়ের সঙ্গে একই উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেল বাড়ীয়া এলাকার জসিম উদ্দিন নামের এক ছেলের সাথে গত দুই মাস আগে বাল্য বিবাহ হয়।  

মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান খান ওই কিশোরীর বাড়িতে অভিযান চালিয়ে কিশোরীকে (১৬) বিয়ে দেওয়ার অপরাধে বাল্যবিবাহ নিরোধ আইনে কনের মাকে ২০ হাজার টাকা জরিমানা করেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান খান জানান, গত ১ মাস পূর্বে উপজেলায় পুটিয়াখালিতে একটি বাল্যবিবাহ হয়েছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিবাহের সত্যতা পেয়ে কিশোরীর মাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর