১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:৫৯

চেক জালিয়াতি মামলার আসামি ৭ বছর পর গ্রেফতার

ফুলপুর প্রতিনিধি

চেক জালিয়াতি মামলার আসামি ৭ বছর পর গ্রেফতার

আলী আহসান হাবিব

চেক জালিয়াতি সংক্রান্ত ২ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ও অর্থদণ্ড নিয়ে ৭ বছর পালিয়ে থাকার পর অবশেষে ময়মনসিংহ শহরের আকুয়া এলাকা থেকে আলী আহসান হাবিব নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকালে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞার নির্দেশনায় তাকে গ্রেফতার করা হয়। 

সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদারের তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তার নেতৃত্বে এসআই মোফাখখির উদ্দিন সঙ্গীয় এএসআই সুমন মিয়া ও কনস্টেবল রাশেদুল ইসলামকে নিয়ে তথ‍্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। 

আসামি হাবিব উপজেলার সদর ইউনিয়নের ঠাকুর বাখাই গ্রামের মৃত আব্দুল হামিদ সরকারের ছেলে। সূত্র জানায়, ময়মনসিংহ ও ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় দীর্ঘ ৭ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হয়নি তার। 

এ ব্যাপারে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামি আলী আহসান হাবিবকে গ্রেফতারের পর ওইদিনই তাকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর