চাকুরিতে তিনটি পর্যায়োন্নয়ন দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারিদের তৃতীয় দিনের অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় পবিপ্রবির প্রশাসনিক ভবনের সামনে শতাধিক কর্মকর্তা দুপুর ১টা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করে। কর্মকর্তাদের অবস্থান ধর্মঘটে কর্মচারি পরিষদ, বঙ্গবন্ধ কর্মচারি পরিষদ ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করেছে।
পবিপ্রবির কর্মকর্তা এসোসিয়েশনের সভাপতি ডেপুটি রেজিষ্ট্রার মো: সাইদুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: ওয়াজকুরুনির সঞ্চালনায় সমাবেশে ডেপুটি রেজিষ্ট্রার মিজানুর রহমান টমাস, মো: আরিফুর রহমান জুয়েল, মো: আতাউর রহমান, কর্মচারি পরিষদ সভাপতি মজিবর রহমান মৃধা, মো: শাহাদাত হোসেন পিয়েল, ছাত্রলীগ সভাপতি মো: আরাফাত হোসেন খান সাগর প্রমুখ বক্তৃতা করেন।
বিডি প্রতিদিন/এএ