বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা'র উদ্যোগে ‘২৭তম এশিয়ান বাণিজ্য ,খাদ্য ও সাংস্কৃতিক মেলা’ অনুষ্ঠিত হবে মার্চে।
এ মেলার অনুষ্ঠানিকতা শুরু হবে ৩ মার্চ পামবিচ এয়ারপোর্ট হিল্টন হোটেলের বলরুমে ‘বিজনেস এওয়ার্ড ও গালা ডিনার’র মাধ্যমে। মেলায় যুক্তরাষ্ট্র, বাংলাদেশ, কানাডা, মেক্সিকো, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, জাপান, চীনসহ বিভিন্ন দেশের খ্যাতনামা ব্যবসায়ী-শিল্পোদ্যোক্তা-বিনিয়োগকারিরা অংশ নেবেন বলে আয়োজক সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এম রহমান জহির এবং সাধারণ সম্পাদক আরিফ আহমেদ আশরাফ জানিয়েছেন। এর পরের দুদিন অর্থাৎ ৪ ও ৫ মার্চ ‘সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ড’এ ‘২৭তম এশিয়ান এক্সপো, ফুডফেয়ার ও কালচারাল শো’ অনুষ্ঠিত হবে বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত। এশিয়ান দেশসমূহের পণ্য-সামগ্রির প্রদর্শনী স্টলের বিপুল এ সমাহারের মধ্যে মূলমঞ্চে চলবে জনপ্রিয় শিল্পীগণের মনমাতানো পরিবেশনা। আয়োজকরা আশা করছেন আগের মত এবারও দৈনিক ২০ হাজারের অধিক মানুষের সমাগম ঘটবে এ মেলায়।
এই মেলার আহ্বায়ক নূরউদ্দিন শেখ, চেয়ারম্যান সঞ্জয় কুমার সাহা এবং সম্পাদক শফিকুল ইসলাম জুয়েলসহ কর্মকর্তারা জানান, শতাধিক বাণিজ্যিক ও খাবারের স্টল থাকবে। থাকবে শিশু-কিশোর-তরুণ-তরুণীদের জন্যে বিভিন্ন রাইডের ব্যবস্থা। ইতিমধ্যেই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, থাইল্যান্ডসহ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সাংস্কৃতিক প্রতিনিধি দল তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছে।এ মেলায় বিশেষ সম্মানিত অতিথি হিসাবে ফ্লোরিডার বিভিন্ন ডিস্ট্রিক্টের কংগ্রেসম্যান ও সিনেটর এবং পামবিচ কাউন্টি, মায়ামি কাউন্টি ও ব্রাওয়ার্ড কাউন্টির মেয়ররা থাকবেন বলে আশা করা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল