সাবেক শিল্প ও খাদ্যমন্ত্রী ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, ১৯ বার শেখ হাসিনাকে প্রাণনাশের চেষ্টা করেছে স্বাধীনসতা বিরোধীরা। ১৯৮৫ সালের ১৫ আগষ্ট নির্মম হত্যাযজ্ঞের মাধ্যমে বঙ্গবন্ধুর পুরো পরিবারকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনাসহ তারা দুই বোন দেশে না থাকার কারণে তারা সেদিন বেঁচে গিয়েছিলেন। হত্যাকারীরা তাদের অসম্পূর্ণ কাজ করতে বারবার হত্যা চেষ্টা চালিয়েছে। মহান আল্লাহ তাকে হাতে তুলে বাঁচিয়েছেন। একটি জীবনের মূল্যের সাথে যখন ১৮ কোটি মানুষের জীবনের মূল্য জাড়িত রয়েছে, সে কারণেই মহান রব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছেন।
তিনি আরো বলেন, শেখ হাসিনা বেঁচে আছেন বলেই গ্রামে কমিউনিটি ক্লিনিক করে স্বাস্থ্য সেবা নিশ্চিত করেছেন। দেশে খাদ্যের অভাব নেই। আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার আমুল উন্নিতি হয়েছে।
সোমবার ঝালকাঠি সরকারী মহিলা কলেজের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এর আগে সকাল ১১ টায় ঝালকাঠি সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের কারিগরি শিক্ষার নতুন ভবনের নির্মাণকাজের ভিত্তি প্রস্তর উন্মোচন আমির হোসেন আমু এমপি। আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিফলক উন্মোচন করে কাজের উদ্বোধন করেন। এসময় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খানসাইফুল্লাহ পনির, সদরও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, প্রকল্প শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রৌকশলী শহিদুল ইসলাম, প্রকল্প পরিচালক সুব্রতপাল উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল