৭ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:১৭

নড়াইলে নদী খননে ক্ষতিগ্রস্থ পরিবারের মানববন্ধন

নড়াইল প্রতিনিধি

নড়াইলে নদী খননে ক্ষতিগ্রস্থ পরিবারের মানববন্ধন

নড়াইলের লোহাগড়ায় নবগঙ্গা নদী খননের ফলে ক্ষতিগ্রস্থ পরিবারের কয়েক শতাধিক পুরুষ ও মহিলারা ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে। মঙ্গলবার দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। নজরুল ইসলামের সভাপতিত্বে ও সাদেকুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন তুহিন চৌধুরী, আমিনুল ইসলাম জাকির, শেখ লায়েক আলী, সাইফুল ইসলাম লালন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, পানি উন্নয়ন মন্ত্রণালয় ও আদালতের নির্দেশনা থাকা সত্বেও নড়াইল জেলা প্রশাসন নবগঙ্গা নদী খননে ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণ প্রদান না করে নদী খনন করছে। অবিলম্বে ক্ষতিগ্রস্থ পরিবারকে ক্ষতিপূরণ প্রদান ও পুনর্বাসনের দাবি জানিয়ে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর