ফরিদপুরের চরভদ্রাসনে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শিবচর উপজেলার নিকটবর্তী আড়িয়ালখা নদীর মোহনা থেকে শেখ শহিদুল ইসলাম (৩৮) নামের এই ব্যক্তির লাশ উদ্ধার করে ডুবুরিদল। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ছয়জন। উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
উদ্ধার হওয়া শহিদুল সদর ইউনিয়নের ফাজেলখার ডাঙ্গী গ্রামের শেখ চানমিয়ার ছেলে।
গত পাঁচ ফেব্রুয়ারি গোপালপুর মৈনুট নৌ-পথে দুটি স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও পাঁচজন নিখোঁজ হন। এরপর স্থানীয় প্রশাসন উদ্ধার অভিযানে নামে। সেই উদ্ধার অভিযানে নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার হলো।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, নিখোঁজ পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। লাশগুলো পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি তাদের দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। নিখোঁজের আর কোনো অভিযোগ না থাকায় উদ্ধার অভিযান বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল