৯ ফেব্রুয়ারি, ২০২৩ ১৮:৪৯

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের সভাপতি গ্রেফতার, বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় যুবদলের সভাপতি গ্রেফতার, বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লাকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ৯ টার দিকে শহরের পাওয়ার হাউজ রোড থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শামীম মোল্লা শহরের কান্দিপাড়ার বাসিন্দা।

এদিকে শামীম মোল্লাকে গ্রেফতারের পর রাত ১০ টার দিকে শহর জেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শহরের পাওয়ার হাউজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে টি.এ.রোড প্রদক্ষিণ করে রেলগেইট সংলগ্ন জেলা পরিষদ মার্কেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের সভাপতিত্বে ও সৈয়দ তৈমুরের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন, সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আরিফুল হক মাসুদ প্রমুখ।

সভায় শামীম মোল্লাকে গ্রেফতারের প্রতিবাদে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বলেন, শামীম মোল্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আছে। তার বিরুদ্ধে একাধিক মামলা চলমান।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর