১৪ ফেব্রুয়ারি, ২০২৩ ১৫:১৪

কেন্দুয়ায় বিএনপির কয়েকশ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের তিন মামলা

নেত্রকোনা প্রতিনিধি

কেন্দুয়ায় বিএনপির কয়েকশ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের তিন মামলা

নেত্রকোনার কেন্দুয়ায় বিএনপির কয়েকশ নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মামলা দিয়েছে পুলিশ। এই তথ্য নিশ্চিত করে জেলা বিএনপির অহ্বায়ক কমিটির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালি বলেন, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে অযথা এই মামলা দেওয়া হয়েছে। গত ৫ ফেব্রুয়ারি ইন্ডিয়া গিয়ে ১১ তারিখ সন্ধ্যায় এসেছি। তারপরও আমাকে প্রধান আসামি করা হয়েছে।

কেন্দুয়ায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলার একটিতে ৫১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আসামি করা হয়েছে ১৪০ থেকে ১৫০ জনকে, দ্বিতীয়টিতে ৮৫ জনের নাম উল্লেখ করে ১৭০ থেকে ১৮০ অজ্ঞাত এবং তৃতীয়টিতে ৪৩ জনের নাম উল্লেখ করে ১৫০ থেকে ১৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তিন মামলায় ১৭৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া আটপাড়া উপজেলায় একটি, সদরে দুইটি, মোহনগঞ্জে একটি, খালিয়াজুরীতে একটিসহ মোট ১ হাজার ২৬৩ জনের নামে মামলা দেওয়া হয়েছে ৬ উপজেলায়।

কেন্দুয়া থানার ওসি আলী হোসেন নিজ উপজেলায় তিনটি মামলার সত্যতা নিশ্চিত করে জানান, বিএনপি নেতাকর্মীরা মিছিলের নামে লাঠিসোটা নিয়ে ভাঙচুর করায় মামলা দেওয়া হয়েছে।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) লুৎফর রহমান কেন্দুয়া থানায় তিনটি, সদরে দুইটি, আটপাড়া ও খালিয়াজুরীতে একটি করে মমালার কথা নিশ্চিত করেন। মোট সাতটি মামলার কথা জানিয়ে তিনি বলেন, পৃৃথক এই মামলায় আসামির সংখ্যা ভিন্ন।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর