পাবনার ঈশ্বরদীতে রেলপথের পাশ থেকে মিজান হোসেন (২৭) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নিহত মিজান ওই বাঘইল গ্রামের ইব্রহিম হোসেনের ছেলে ও পেশায় হোন্ডা মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ঈশ্বরদী-খুলনা রেলপথের পাকশী রেলস্টেশন থেকে কিছুটা দূরে পাকশী ইউনিয়নের বাঘইল পূর্বপাড়া এলাকায় যুবকের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে মিজানের স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ শনাক্তের পর পুলিশের সহায়তায় বাড়িতে নিয়ে যায়। ট্রেনের ধাক্কায় ওই যুবকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
ঈশ্বরদী রেলওয়ে পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিহির রঞ্জন দেব বলেন, যুবকের লাশ উদ্ধারের খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ