চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা রিংভং বন চেক স্টেশন এলাকায় ফেরিওয়ালার কাছ থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। সকাল সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।
এসময় ফেরিওয়ালা জুয়েল হাওলাদার (৩৪) নামে এক পাচারকারিকে গ্রেফতার করা হয়। জুয়েল মাদারীপুর জেলার শিবচর উপজেলার চৈতা মুল্লকান্দি গ্রামের মোসলেম হাওলাদারের ছেলে।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, সকালে মহাসড়কের ডুলাহাজারা এলাকায় পুলিশ তল্লাশি চৌকি বসায়। এসময় চকরিয়াগামী একটি লেগুনা পরিবহনের যাত্রী জুয়েল এর আচরণ সন্দেহজনক হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। সে একজন ফেরিওয়ালা। তার কথা মত গাড়ির ছাদের উপর হাড়ি পাতিল বহনের বাঁশের ঝুঁড়িতে বিশেষ কায়দায় লুকানো দুটি কার্টনে ৬ হাজার ইয়াবা পাওয়া যায়।ওসি আরো জানান, সে এসব ইয়াবা কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে পাচার করছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল