'শিক্ষার ঐক্যতানে মানবতার কল্যাণে' প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার জনকল্যাণ বা আর্তমানবতার সেবায় কাজ করার লক্ষ্যে গত বছরের ৭ ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় সারিয়াকান্দি মানব কল্যাণ ফাউন্ডেশন।
আত্মপ্রকাশের পর থেকে বেশ কিছু মানবসেবামূলক কাজ করেছে। এগুলো হলো, গরীব অসহায় নারী পুরুষের মাঝে শাড়ী লুঙ্গি প্রদান, পঙ্গুর চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান, হাত ভাঙ্গার চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান, প্রসুতিকে জরুরি প্রয়োজনে রক্ত প্রদান, অন্ধ বিধবাকে তার বাড়িতে গিয়ে নগদ অর্থ প্রদান, গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন, চোখের চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান, ক্যান্সার রোগে আক্রান্তকে নগদ অর্থ প্রদান, বিধবা অসহায়দের ভরণপোষণের ব্যবস্থা, অসহায়দের ভ্যান গাড়ি প্রদান, দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প, অসহায় বিধবাকে চা দোকানের প্রয়োজনীয় সরঞ্জাজামাদি প্রদান, অসহায় বৃদ্ধকে ঘর তৈরির জন্য নগদ অর্থ ও ঢেউ টিন প্রদান এবং অসহায় ও ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র প্রদান।
সংগঠনের সভাপতি লিটন মাহমুদ জানান, একজন মানুষ হিসেবে সমাজের দরিদ্র নীপিড়িত অসহায় দুস্থ মানুষদের জন্য আমাদের নিজেদের কিছু করা উচিৎ। এ চেতনা থেকেই আমাদের এ সংগঠনের আত্মপ্রকাশ। নিজেদের সহায়তায় মানুষের জন্য কাজ করার আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা ব্যাপক আত্মতৃপ্তি বলে মনে করি।
সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি জানান, তাদের নিজেদের অর্থায়নে অসহায় মানুষের জন্য কাজ করার এ উদ্যোগটি খুবই প্রশংসনীয়। আমাদের নিজেদের দায়িত্ববোধ থেকে আমরা যদি মানুষের সেবায় এগিয়ে আসি, তাহলে সহজেই সমাজ থেকে দারিদ্রতার মোচন হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন