ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের চুমুরদী বাসস্ট্যান্ডে অজ্ঞাত বাসের চাপায় হেদায়েত হোসেন (২৪) নামক এক ব্যক্তি নিহত হয়েছে। তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার বাসিন্দা। ঘটনাটি ঘটেছে রবিবার রাত ১১টার দিকে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তৈমুর হোসেন বলেন, বাসটির পরিচয় পাওয়া যায়নি। অজ্ঞাত বাসের চাপায় আহত লোকটাকে স্থানীয়রা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি বুদ্ধি প্রতিবন্ধী ছিলো বলে তার পরিবার সূত্রে জানা যায়।
বিডি প্রতিদিন/এএ